২৮৮ দিনের অনশনে গায়িকার মৃত্যু

বিনোদন ডেস্ক
| আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৪:৩৮ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১৪:২৯

২৮৮ দিন টানা অনশনের পর তুরস্কে মারা গেলেন হেলেন পোলিক নামে এক নারী সংগীতশিল্পী। দেশটিতে নিষিদ্ধ হওয়া লোক সংগীতের একটি দলের সদস্যা ছিলেন এই গায়িকা। ‘ইয়র্ম স্কোয়াড’ নামে সংগঠন তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে হেলেনের মৃত্যুর খবর প্রকাশ করে।

ওই পোস্ট থেকে জানা যায়, গায়িকা হেলেন পোলিক শুক্রবার ইস্তানবুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংগীতের দল এবং তার সদস্যদের প্রতি তুরস্ক সরকারের মনোভাবে বদল আনার দাবি নিয়ে দীর্ঘ সময় ধরে তিনি অনশন করে আসছিলেন।

প্রসঙ্গত, গানের এই দলটি প্রতিবাদের ভাষায় গান বাঁধত। তুরস্ক সরকারের দাবি, এই গানের দলটির রেভলুশনারি পিপলস লিবারেশন পার্টির সঙ্গে হাত রয়েছে। এই সংগঠনটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তুরস্ক, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন।

কাজেই তুরস্ক সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু সরকারের জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে অনশন শুরু করেছিলেন হেলেন পোলিক এবং ইব্রাহিম গোকসেক নামে আরেক শিল্পী। তারা অবিলম্বে তাদের ব্যান্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার এবং গ্রেপ্তার হওয়া সদস্যদের মুক্তির দাবি জানিয়েছিল।

ঢাকাটাইমস/০৪এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :