সাধারণ চিকিৎসা দিবে মাশরাফির ভ্রাম্যমাণ হাসপাতাল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১৪:৩১

চরম সংকটময় মুহূর্তে করোনা ভাইরাস কারণে সারা দেশের ন্যায় নড়াইল জেলার মানুষও যখন আতঙ্কের মধ্যে দিয়ে জীবন যাপন করছে, করোনা ভাইরাসের ভয়ে ছোট-খাটো বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও ঘ আতঙ্কে বাড়ি থেকে বের হতে না পেরে কষ্টে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই সাধারণ এ সকল জনগনের কথা চিন্তা করে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করারা বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা।

নড়াইলবাসীকে শুভেচ্ছা জানিয়ে মাশরাফি বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন, ঘরে আছেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী ৫ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালু করছে। আমরা মনে করছি, খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও বেশ জরুরি। কারণ করোনা আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসাটা পান সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

করোনাভাইরাসের প্রাদু্র্ভাবের সময়ে এমন উদ্যোগে ঝুঁকিও আছে আয়োজকদের। মাশরাফি বলেন, ‘আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা নেবেন। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের সহযোগিতা করবে। আশা করি প্রিয় নড়াইল বাসী উপকৃত হবে।’

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের এই উদ্যোগে এই ভ্রাম্যমাণ চিকিৎসাব্যবস্থায় সেবা প্রদান করবেন স্থানীয় চিকিৎসক দম্পতি দীপ বিশ্বাস ও স্বপ্না রাণী সরকার। তাদের ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, ‘আপনাদের অসংখ্য ধন্যবাদ। নড়াইলের সন্তান আপনারা, নড়াইলকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন। আশা করি নড়াইলের অন্য চিকিৎসকরাও এগিয়ে আসবেন।’

সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে মাশরাফি বলেন, ‘এ মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি ঘরে অবস্থান করা। আশা করছি আপনারা ঘরে থাকবেন, ধৈর্য্য ধারণ করবেন এবং এই সমস্যা আমরা খুব তাড়াতাড়ি উতরে যাব বলে আশা প্রকাশ করছি।’

(ঢাকাটাইমস/০৪ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :