রাজশাহীতে খাদ্য সহায়তায় হটলাইন চালু

রাজশাহী ব্যুরো, ঢাকটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১৫:৪৯

করোনা পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সহায়তায় হটলাইন চালু করেছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হক। শুক্রবার রাতে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান তিনি।

তিনি জানান, খাদ্য সহায়তার দরকার আছে এমন যেসব পরিবার এখনও সরকারি বা বেসরকারি কোনোরকম সহায়তা পায়নি ০১৭১৭৬০৯০৫৩ এই নম্বরে কল বা এসএমএসের মাধ্যমে জানালেই তাদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছানো হবে।

জেলা প্রশাসকের দপ্তর থেকে জানা গেছে, মধ্যম শ্রেণীর ব্যক্তিরা যারা লাইনে দাঁড়িয়ে খাবার নিতে সংকোচ বোধ করে তারাও জেলা প্রশাসকের দপ্তরের এ নম্বরে কল করলেই তাদের বাড়ি খাবার পৌঁছে যাবে। ইতোমধ্যে কয়েকজন এসএমএস পাঠালে ২০ মিনিটের মধ্যে তাদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে গেছে বলে জানায় জেলা প্রশাসন।

ঢাকাটাইমস/০৪এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :