শেরপুরে সন্দেহভাজন মা-ছেলে করোনাভাইরাসে আক্রান্ত নন

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১৭:১৭

শেরপুরের নকলায় সন্দেহভাজন মা-ছেলের শরীরে করোনাভাইরাস নেই। শনিবার দুপুরে জেলা প্রশাসক (ডিসি) তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

স্ট্যাটাসে তিনি জানান, উপজেলার ধনাকুশা গ্রামের সন্দেহভাজন মাসুদ এবং তার মা সুফিয়া বেগমের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায় নি। বিষয়টি জানানর পর তাদের বাড়িসহ লকডাউনকৃত দুইটি বাড়ি থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মাসুদ ছয় দিন আগে সর্দি, জ্বর ও গলা ব্যাথা নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরে। গত ২ এপ্রিল তার মাও অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাদের বাড়ি অন্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে ওই বাড়িসহ পাশের একটি বাড়ি লকডাউন করার ঘোষণা দেয়।

পরে সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশনায় একটি মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে নমুনা পরীক্ষা শেষে জানানো হয়, তারা করোনাভাইরাসে আক্রান্ত নন।

ঢাকাটাইমস/০৪এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :