প্রতিদিন মোবাইলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন ২১০০ চিকিৎসক

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২০, ১৭:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রতিদিন প্রায় দুই হাজার ১০০ স্বেচ্ছাসেবী চিকিৎসক মোবাইলফোনে জনগণকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ শনিবার নিয়মিত ব্রিফিংয়ে জানান, দেশে বর্তমানে করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিসকের সংখ্যা ২২ হাজার ৭৭৯ জন। এদের মধ্যে দুই হাজার ১১৮ জন চিকিৎসক মোবাইলফোনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এরমধ্যে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ৫০ জন এবং ৩৩৩ নম্বরে দুই হাজার ৬৮ জন চিকিৎসক বিনামূল্যে জ্বর, সর্দি, কাশিসহ করোনা বিষয়ে চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছেন।

তিনি বর্তমান পরিস্থিতিতে জনসাধারণকে হাসপাতালে না এসে ঘরে বসে ১৬২৬৩ ও ৩৩৩ এবং আইইডিসিয়ার’র হটলাইন ১০৬৫৫ ও ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে ফোন করে স্বাস্থ্যসেবা নেয়ার আহ্বান জানান।

আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ৬২ হাজার ১৭৩টি, ৩৩৩ নম্বরে এক হাজার ৫৪১টি এবং আইইডিসিয়ার’র হটলাইন নম্বরে তিন হাজার ৮৯টিসহ সর্বমোট ৬৬ হাজার ৮০৩টি ফোন কল এসেছে। এর বেশিরভাগই কোভিড ১৯ সংক্রান্ত।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/জেবি)