কালিয়াকৈরে গান গেয়ে পুলিশ সুপারের সচেতনতা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ২০:৪৮

প্রাণঘাতি করোনাভাইরাসের ঝুঁকিতে পুরো বিশ্ব। দেশে করোনা রুখতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। জনগণকে সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার। শনিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি-মোর এলাকায় বাদ্যযন্ত্র হতে নিয়ে দল বেঁধে গানে গানে সচেতন করছেন জনগণকে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে যেসব নিয়ম পালন করতে হবে তা গানের সুরে ছড়িয়ে দিচ্ছেন জনগণের মাঝে।

অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী বিরতিহীনভাবে চালিয়ে যাচ্ছে মাইকিং প্রচারণা। বিলি করছে সচেতনতামূলক প্রচারপত্র।

পুলিশ সুপার শামসুন্নাহার জানান, মহামারি এই ভাইরাস থেকে রক্ষা পেতে আমরা সর্বদা জনগণের দোরগোড়ায় যাচ্ছি। সবাইকে সচেতন করছি। দেশের জনগণের সুরক্ষার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (এমপি), কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার, তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :