ঠাকুরগাঁওয়ে সব দোকান বন্ধের নির্দেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ২২:২৬

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রবিবার থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই নির্দেশ কেউ অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এই নির্দেশনা জারি করেন।

ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, শনিবার কয়েকটি জেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়ায় ও ঠাকুরগাঁও জেলাকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। একমাত্র সামাজিক দূরত্ব সৃষ্টির মাধ্যমে এ রাগকে ঠেকানো সম্ভব।

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে পরিস্থিতি অনুযায়ী সময়সীমা পরিবর্তন করা হতে পারে।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :