মির্জাপুরে দুপুরে দোকানির জরিমানা, বিকালে আটক

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২০, ২২:২৫ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০, ২২:৩৮

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এক মিষ্টি দোকানিকে দুপুরে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অপরদিকে জরিমানা দেয়ার পরও দোকান খোলে ব্যবসা পরিচালনা করায় বিকালে থানা পুলিশ ওই ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক মির্জাপুর বাজারের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক কৃষ্ণ ঘোষকে এই জরিমানা করেন। 

ইউএনও আব্দুল মালেক বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে জরুরি সেবা ছাড়া বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দোকানি সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দেয়ার পরও দোকান খোলায় বিকালে তাকে আটক করা হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএ)