জুনের সকল আন্তর্জাতিক ফুটবল ম্যাচ স্থগিত

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২০, ২২:২৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের কারণে আগামী জুন মাসে নির্ধারিত সকল আন্তর্জাতিক ম্যাচ স্থগিত করল ফিফা। ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকের পর শুক্রবার এ সিদ্বান্ত নেয়া হয়।

এক বিবৃতিতে ফিফা জানায়, ‘ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিফা-কনফেডারেশনসের কার্যনিবার্হী দল, তাদের প্রথম বৈঠক শেষে সর্বসম্মতিভাবে বেশ কয়েকটি প্রস্তাবনা অনুমোদন করেছে। ’

জুনে নারীদের সকল আন্তর্জাতিক ম্যাচও স্থগিতের সিদ্বান্ত নেয়া হয়।

করোনাভাইরাসের কারণে এক বছর অলিম্পিক পিছিয়ে যাওয়ায়, ফিফা গ্রুপ- ১৯৯৭ সালের পর জন্মগ্রহণকারী খেলোয়াড়দের বয়স যোগ্যতার নিয়মে এবং অতিরিক্ত বয়সের তিনজন খেলোয়াড় রাখার প্রস্তাব করে।

বিবৃতিতে আরও বলা হয়, ফিফা-কনফেডারেশনসের ওর্য়াকিং গ্রুপ পরিস্থিতি পর্যবেক্ষণ করার সাথে সাথে আলোচনা চালিয়ে যাবে।

(ঢাকাটাইমস/৪ এপ্রিল/এসইউএল)