স্পেন ও ইতালির পরিস্থিতি দেখে খারাপ লাগছে: কামিন্স

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:৪৬ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ২২:৪৪

পনেরো কোটি, পঞ্চাশ লক্ষ রুপি দিয়ে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সারা বিশ্বে করোনার থাবায় বন্ধ সব ধরনের খেলাধুলা। আইপিএল-এর উপরেও কালো মেঘ। নির্ধারিত সময়ে এই টুর্নামেন্ট শুরু করা সম্ভব হয়নি। তার উপর যেভাবে করোনার সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করেছে, তাতে আইপিএল আয়োজন করা যাবে কিনা সেটাই আশঙ্কা।

কিন্তু অস্ট্রেলীয় প্যাট কামিন্স আশাবাদী, আইপিএল হবেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে প্যাট কামিন্স বলেছেন, ‘প্রত্যেক ক্রিকেটারই আশাবাদী যে আইপিএল হবেই। কিন্তু সবার আগে দেখতে হবে, সংক্রমণ যেন ছড়াতে না পারে।’

মারণ এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যাওয়ার পরে বন্ধ হয়েছে একাধিক সিরিজ। দর্শকশূন্য মাঠে একটি ম্যাচ হওয়ার পরেই বন্ধ হয় নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ। তাই কামিন্স বলেছেন, ‘এত বছরের মধ্যে এই চলতি বছরই অন্যরকম হতে চলেছে। পরিস্থিতির উন্নতি না হলে বিশ্বে কোনো প্রতিযোগিতা হবে মনে হয় না।’

অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ ছড়িয়েছে পাঁচ হাজারেরও বেশি। মৃত ২৬ জন। কামিন্স চিন্তিত ইতালি, স্পেনের জন্যও। করোনায় এখন পর্যন্ত ইতালিতে ১৫ হাজার ও স্পেনে ১১ হাজারের বেশি মানুষ মারা গেছে। কামিন্স বলেছেন, ‘স্পেন ও ইতালির পরিস্থিতি দেখে খারাপ লাগছে। ইউকে ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থাও সঙ্কটজনক।’

যোগ করেন, ‘আমার কয়েকজন বন্ধু ইংল্যান্ডে কাউন্টি খেলে। ওরা খুব ভাল প্রস্তুতি নিয়েছিল। কিন্তু কী লাভ হল বলুন।’ অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটারের সঙ্গে ভিডিও চ্যাটে কথা হয়? কামিন্সের উত্তর, ‘সবার সঙ্গেই কম বেশি কথা হয়। জাস্টিন ল্যাঙ্গার একটি ভিডিও পোস্ট করেছিল ১৬ কিমি দৌড়ের। সেটা নিয়ে অনেক কিছু বলল আমাকে।’

(ঢাকাটাইমস/৪ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :