দিদি মমতাকে বাংলায় টুইট শাহরুখের

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ০৯:৪৮ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০, ১০:০৪

বিনোদন ডেস্ক

সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে করোনার সাতটি তহবিলে অর্থ দান করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। রেড চিলিস এন্টারটেনমেন্ট, কলকাতা নাইট রাইডার্স, মীর ফাউন্ডেশন এবং রেড চিলি ভিএফএক্স-এর সম্মিলিত উদ্যোগে এই অর্থদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানান কিং খান।

সাতটি তহবিলের মধ্যে দিল্লি-মুম্বাইয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গকেও আলাদা করে অর্থ সাহায্য করেছেন শাহরুখ খান। করোনাভাইরাসের সংকটে লড়াই করার জন্য বাংলার অ্যাম্বাসেডর হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

শাহরুখ খান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে ডাকেন। মমতাও শাহরুখকে ছোট ভাইয়ের মত স্নেহ করেন। এটা জানে গোটা ভারত। তাইতো শাহরুখের সাহায্যের আশ্বাস পেয়ে মমতা শনিবার টুইট করে তাকে ধন্যবাদ জানান।

এর কিছুক্ষণের মধ্যেই বাংলায় লিখে মমতাকে পাল্টা টুইট করেন শাহরুখও। রোমান্সের রাজা তার টুইটে বাংলা ভাষায় লিখেন, ‘দিদি, আপনার নিঃস্বার্থ মানবিক কাজে ভাই হয়ে হাত বাড়ানো আমার কর্তব্য।’ সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি তুলে দিয়ে লিখে দিয়েছেন, ‘আমি কলকাতা।’

ঢাকাটাইমস/০৫এপ্রিল/এএইচ