বরিশালের আব্দুর রফিক সেরনিয়াবাতের ইন্তেকাল

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ১০:৩৮ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০, ১২:৫৩

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস

বরিশাল জেলার সেরাল গ্রামের মরহুম মৌলভী আব্দুল আলী সেরনিয়াবাতের কনিষ্ঠ পুত্র আব্দুর রফিক সেরনিয়াবাত গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ঢাকার শাহজাহানপুরের বাসায় বার্ধক্যজনিত অসুস্থতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

আব্দুর রফিক সেরনিয়াবাত কিশোর বয়স হতে পল্লীকবি জসিম উদ্দীনের ভাবশিষ্য। যৌবনে তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি ‘কপোত’ নামে একটি সাহিত্য সাময়িকীর সম্পাদক ও প্রকাশক ছিলেন।

বঙ্গবন্ধু মন্ত্রিপরিষদের অন্যতম সদস্য ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাত্রির শহীদ জননেতা আব্দুর রব সেরনিয়াবাত ছিলেন তাঁর চাচাতো ভাই।

মৃত্যূকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে সবাইকে সদ্য প্রয়াত আব্দুর রফিক সেরনিয়াবাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

ঢাকাটাইমস/৫এপ্রিল/এসকেএস