বেতন ছেড়ে দিচ্ছেন ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৩:১৭

করোনাভাইরাসের কারণে থমকে আছে পুরো ফুটবল বিশ্ব। ঘরোয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সব ফুটবল লিগগুলো একে একে স্থগিত হয়ে গেছে। আয়শূন্য ফুটবল ক্লাবগুলো এমন পরিস্থিতিতে ক্লাবের খেলোয়াড়-স্টাফদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজ দেশের ক্লাব হিমনাসিয়া লা প্লাতা’র বিপদে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ক্লাবটির কোচ দিয়েগো ম্যারাডোনা। নিজেই ক্লাবের কাছে প্রাপ্য বেতন থেকে একটা অংশ কেটে নেওয়ার প্রস্তাব দিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

হিমনাসিয়া'র প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল পেলেগ্রিনো নিজেই এ কথা জানিয়েছেন।

হেড কোচ হিসেবে হিমনেসিয়ার সঙ্গে ম্যারাডোনার চুক্তির মেয়াদ শেষ হবে ৪ মাস পর। এর আগে বেতন কেটে নেওয়ার এই প্রস্তাব দিয়ে ক্লাব প্রেসিডেন্টের মন জিতে নিয়েছেন তিনি। পেলেগ্রিনো বলেন, 'নিজের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে তিনি (ম্যারাডোনা) জানিয়েছেন, প্রয়োজনে বেতন কম নিতে চান। এটা থেকে বোঝা যায় অর্থ নয়, এই পরিস্থিতিতে কীভাবে হিমনাসিয়াকে সহায়তা করা যায় সেটাই ভাবছেন তিনি।'

গত সেপ্টেম্বরে লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হিমনাসিয়ার হেড কোচের দায়িত্ব নেন ম্যারাডোনা। তবে দুই মাস না যেতেই ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে ঝামেলার কারণে পদত্যাগ করেছিলেন তিনি। পরে অবশ্য সমর্থকদের দাবি মেনে ফের দায়িত্ব কাঁধে তুলে নেন।

(ঢাকাটাইমস/০৫ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :