ঝালকাঠিতে মানা হচ্ছে না সামাাজিক দূরত্ব

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ১৪:২৭

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠিতে প্রশাসনের কঠোর ও নানামুখী পদক্ষেপের মধ্যেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। শহরের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গ্রামীণ বাজারে চায়ের আড্ডা জমজমাট। এদিকে বাইরে অযথা ঘোরাঘুরি অপরাধে এক ব্যক্তিকে ৫০০ টাকা, জুয়া খেলায় দুজনকে ২০০ টাকা ও দোকান খুলে আইন ভঙ্গসহ মোট নয় ব্যক্তিকে ২১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নৈকাঠি বাজারে আব্দুল হালিম তিন হাজার টাকা, লেবুবুনিয়া বাজারে মাসুদ দুই হাজার টাকা, আবুল হোসেন ৫০০ টাকা, পুটিয়াখালী মীরের হাটে শাহ জামাল বেপারী পাঁচ হাজার টাকা, কবির তালুকদার পাঁচ হাজার টাকা, হযরত আলী পাঁচ হাজার টাকা, হাচান ৫০০ টাকা।   

রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 (ঢাকাটাইমস/৫এপ্রিল/কেএম)