‘লকডাউনে’র শহরে যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৪:৩৮

দেশব্যাপী সাধারণ ছুটি দিয়ে কার্যত লকডাউন ঘোষণার পর যেখানে সড়কে যানবাহন ও মানুষের দেখা পাওয়ার কথা না, সেখানে রীতিমত যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে ধীর গতিতে চলাচল করছে রিকশা, ভ্যান, প্রাইভেটকার, মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যান। মূল সড়কে যান চলাচলের ধীর গতি থাকায় কেউ কেউ মোটরসাইকেল নিয়ে ছুটছেন ফুটপাত দিয়ে।

রবিবার দুপুরে রাজধানীর প্রগতি সরণির মেরুল বাড্ডা ইউলুপের সামনে দেখা যায় এমনই চিত্র।

যানজটে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে প্রাইভেটকার ও মোটরসাইকেলের আধিক্য ছিল বেশি। আর অধিকাংশ মোটরসাইকেলের আরোহী একাধিক জন। যা সামাজিক দূরত্ব বজায় রাখার পরিপন্থী। এছাড়া রিকশায় করে এবং পায়ে হেঁটে চলাচল করছেন বিপুল পরিমাণ মানুষ।

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এর সংক্রমণ রোধে বেশ কিছু পদক্ষেপ নেয় বাংলাদেশ সরকার। গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণার মাধ্যমে লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে ৩ এপ্রিল এ সময় ১১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়। নিয়ম অনুযায়ী লকডাউন চলাকালিন জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবেন না। আর বাইরেও বাজার, সুপারশপ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, হাসপাতাল, ফার্মেসি ছাড়া কোনো দোকানপাট খোলা থাকবে না। সকল ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়। লকডাউনকালে সড়কে চলাচল করবে অ্যাম্বুলেন্স ও হাসপাতালগামী যানবাহন।

জরুরি প্রয়োজনে সড়কে বের হলেও সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য বলা হয়েছে।

দুর্ভাগ্যজনক হলেও সত্য, শুরু থেকে এই নিয়মের তোয়াক্কা করতে দেখা যায়নি জনগণকে। এর আগেও একাধিকবার রাজধানীর বিমানবন্দর সড়কে যানজট দেখা গেছে। সেখানে আধিক্য ছিল প্রাইভেটকার ও মোটরসাইকেলের।

এছাড়া মূল সড়কের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকার এক মোটরসাইকেলে দুই থেকে তিনজন পর্যন্ত ঘুরে বেড়ানোর চিত্র এখন নিয়মিত। প্রাইভেটকারে উচ্চ শব্দে গান বাজিয়ে হইহুল্লোর করতেও দেখা গেছে যুবকদের। এছাড়া জায়গায় জায়গায় আড্ডা, একত্রে দুই থেকে পাঁচজন পর্যন্ত চলাচলের চিত্রও দেখা গেছে।

ঢাকাটাইমস/০৫এপ্রিল/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :