গোপালগঞ্জে সেলুন কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৫:১৫

গোপালগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে বন্ধ থাকা সেলুন কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়। তার উদ্দ্যোগে রবিবার দুপুরে গোপালগঞ্জ রিপোর্টাস ফোরামের সামনে দাঁড়িয়ে একশতাধিক সেলুন কর্মচারীদের মাঝে চাল, আটা ও আলু বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কালেরকন্ঠের প্রসূন মন্ডল, একুশে টিভির একরামুল কবীর, এসএ টিভির বাদল সাহা, চ্যানেল-২৪ এর রাজীব আহম্মেদ রাজু, দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু প্রমুখ।

এ নিয়ে শহস্রাধিক ঘরবন্ধি অসহাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। এছাড়া তার উদ্দ্যোগে গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকায় ১২ হাজার মাস্ক, সাড়ে ৪ হাজার হ্যান্ড গ্লাভস ও ২৭০০ সুরক্ষা টুপি বিতরণ করা হয়।

করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত স্বেচ্ছাসেবীদের দিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক মাইকিংও করাচ্ছেন তিনি।

ঢাকাটাইমস/০৫এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :