সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন টটেনহ্যামের ফুটবলার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৫:৪৯

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বের সকল খেলাধুলা বন্ধ। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগও বন্ধ। আপাতত আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বন্ধের মেয়াদ বাড়তে পারে।

তাই এই সময়টাতে চার সপ্তাহের জন্য দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হিউং-মিন সন।

করোনার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ার পরপরই লন্ডন ছেড়ে নিজ দেশে ফিরেন মিন সন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন তিনি। ২০ এপ্রিল থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে চিন্তা করছেন হাতে ইনজুরির কারণে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে থাকা তারকা ফুটবলার।

৩০ এপ্রিলের পর বন্ধের মেয়াদ আরও বাড়লে কোরিয়ান নাগরিকদের জন্য সেনাবাহিনীর বাধ্যতামূলক কোর্সও শেষ করবেন মিন সন।

দক্ষিণ কোরিয়ার প্রতিটি নাগরিককে বাধ্যতামূলক ২১ মাস সেনাবাহিনীতে ট্রেনিং নিতে হয়। দুই বছর আগে, অর্থাৎ ২০১৮ সালে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে হয়নি তার। এবার বড় বন্ধ মিলে যাওয়ায় সেনাবাহিনীতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ২৭ বছর বয়সী মিন সন।

(ঢাকাটাইমস/৫ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :