করোনা: গাড়ি বের করায় ছয়জনকে ৫৩ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৭:২৯

বাস ও মাইক্রোবাস চালানোর অপরাধে পাঁচ বাসচালক ও এক মাইক্রোবাস চালককে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ভোর পৌনে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় র‌্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ ও জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমালের নেতৃত্বে এই অভিযান হয়।

অভিযানে যাত্রীবাহী পাঁচটি বাস ও একটি মাইক্রোবাসসহ ছয়জনকে আটক করে এই জরিমানা করা হয়।

চন্দন দেবনাথ জানান, র‌্যাব সার্বক্ষণিক ডিউটির পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ বাসষ্ট্যান্ড হতে বহুসংখ্যক যাত্রী নিয়ে কয়েকটি বাস ও মাইক্রোবাস কিশোরগঞ্জ সদরের বড়পুল হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করছে।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :