আত্রাইয়ে সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৭:৫৮ | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৭:৫৫

করোনাভাইরাস মোকাবিলায় নওগাঁর আত্রাইয়ে সরকারি নির্দেশ অমান্য করায় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেচে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

উপজেলা সদর, আহসানগঞ্জ, বান্দাইখাড়া, পাইকড়া হাট, মির্জাপুর, নওদুলী, সুদরানা, জগদাশ, ভাঙ্গাজাঙ্গাল, শুটকিগাছা, রেজিস্ট্রি অফিসসহ বেশ কয়েকটি বাজারে এ অভিযান চালানো হয়। এসময় প্রয়োজন ছাড়া বাইরে ঘুরাফেরা করা ও লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠান চালানোর অপরাধে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম জানান, করোনাভাইরাস সচেতনতায় মানুষ যেন বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হয় সেই জন্য এ অভিযান চলছে এবং চলতে থাকবে।

জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে শুরুতে সরকারের নির্দেশনা মানলেও গত কয়েকদিন ধরে তা অমান্য করে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেড় হয়ে রাস্তায় ঘুরাফেরা করতে থাকে উপজেলার মানুষ। তাই শনিবার থেকে বিকাল পাঁচটার পর ওষুধ ব্যতীত সকল ধরণের দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।

ঢাকাটাইমস/০৫এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :