মাগুরায় করোনা সন্দেহে পাঁচজনের নমুনা সংগ্রহ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৮:৫৮

মাগুরায় করোনা আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত পাঁচজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ইনন্সিটিউট অফ পাবলিক হেলথ-এ (আইপিএ) পাঠানো হয়েছে। এছাড়া সন্দেহভাজন এসব রোগীর বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।

রবিবার জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্দেহভাজনদের মধ্যে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল থেকে দুই জন ও জেলার শ্রীপুর, শালিখা এবং মুহম্মদপুর উপজেলা থেকে একজনের নমুনা সংগ্রহ করা হয়।

সিভিল সার্জন জানান, সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবার জন্য জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালসহ অন্য তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে পৃথক চারটি কেন্দ্র খোলা হয়েছে। যেখানে কোনো রোগী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে তা নিশ্চিত হতে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ পর্যন্ত এ পাঁচটি নমুনা সংগ্রহ করা হয়।

ঢাকাটাইমস/০৫এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :