বরগুনার হাসপাতালে ড্রাম থেকে নবজাতক উদ্ধার

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৯:১৪

বরগুনা জেনারেল হাসপাতালের প্রসূতী বিভাগের ওয়াশরুমে রাখা ব্লিচিং পাউডারের খালি ড্রামের ভেতর থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে কর্তব্যরত নার্স। ব্লিচিং পাউডারের ড্রামে থাকায় শিশুটির শরীরের অনেক স্থান ঝলসে গেছে।

বরগুনা জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স লাইজু আক্তার বলেন, রবিবার বেলা ২টার দিকে তিনি ওই ওয়াশরুমের সামনে দিয়ে যাবার সময় শিশুটির কান্না শুনতে পান। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে তিনি শিশু ওয়ার্ডে ভর্তি করান। উদ্ধারকৃত ছেলে শিশুকে কে বা কারা এখানে ফেলে রেখে গেছে তা তিনি জানেন না বলে জানান।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব উদ্দিন বলেন, শিশুটি এখনও শঙ্কামুক্ত নয়। যেহেতু অনেকক্ষণ ধরে একটি ব্লিচিং পাউডারের খালি ড্রামে পড়েছিল তাই তার শরীরের অনেকখানি জায়গা পুড়ে গেছে এবং ইনফেকশন হয়ে গেছে। আরও দুয়েকদিন না গেলে শিশুটি সম্পর্কে কিছু বলা যাবে না। তবে আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি তাকে সুস্থ করে তোলার জন্য।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :