বিএসএমএমইউতে ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৯:৫৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র “বিশেষজ্ঞ হেলথ লাইনের শুভ উদ্বোধন করা হয়েছে। করোনা ও অন্যান্য সকল রোগে আক্রান্ত দেশের সকল রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ সেবাটি চালু করা হলো।

রবিবার বিএসএমএমইউয়ের উপাচার্য কনককান্তি বড়ুয়া এই সেবা কার্যক্রম উদ্ধোধন করেন।

রোগীরা সকাল আটটা থেকে দুপুর আড়াইপ পর্যন্ত ৩৩৩, ১৬২৬৩ অথবা ০৯৬১১৬৭৭৭৭৭ এ ডায়াল করে “বিশেষজ্ঞ হেলথ লাইনের” মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

এই বিশেষজ্ঞসেবা পরবর্তীতে দেশের টেলিমেডিসিন সেবাদানকারীদের মাধ্যমে আরো সম্প্রসারিত করা হবে।

এক বিজ্ঞপ্তিতে বিএসএমএমইউ জানায়, এই সেবা প্রচলিত চিকিৎসা সেবার বিকল্প নয়, কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রসমূহ টেলিমেডিসিনের মাধ্যমেই অন্তবর্তীকালীন চিকিৎসাসেবা কার্যক্রম চলমান রাখার সুপারিশ করেছে। সেই প্রেক্ষাপটে এ সেবা চালু করা হয়েছে।

অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ও ইনফরমেশন টেকনোলজি সেলের ইনচার্জ মো. সায়েদুর রহমান সহ সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।

এদিকে বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিলন হলের এক্সটেশনে রেসিডেন্ট চিকিৎসকরা গতকাল শনিবার থেকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্য ব্যবহৃত ফেস শিল্ড তৈরি শুরু করেছেন।

অন্যদিকে বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৭২ জন রোগী আজ রবিবার সেবা নিয়েছেন। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীরা ০১৪০৬ ৪২ ৬৪৪৩ এই নম্বরে কল করেও পরামর্শ সেবা নিতে পারবেন। আজ রবিবার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ২৪ জন রোগীর করোনাভাইরাস টেস্টের জন্য স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট ৬৭ জনের পরীক্ষা করা হল।

ঢাকাটাইমস/০৫ এপ্রিল/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :