দরিদ্রদের তালিকা করে ত্রাণ পৌঁছে দিতে বললেন তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ২০:১৩ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০, ২০:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধির বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও সজাগ হওয়ার নির্দেশনা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা. মুরাদ হাসান।  সেই সঙ্গে, ত্রাণ সামগ্রীর সুষম বণ্টন নিশ্চিতে তালিকা তৈরি করে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন।

গত ৩ এপ্রিল সরিষাবাড়ীতে তথ্যমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় নিজ বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও), থানার অফিসার ইনচার্জ, আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদের দুজন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক, সরিষাবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ি উপজেলা ও জামালপুর জেলার সাংবাদিক প্রতিনিধি, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও),  সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এছাড়া করোনা দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত স্বেচ্ছাসেবক, ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কাজে অংশ নেওয়া সদস্যরাও মত-বিনিময় সভায় অংশ নেন।

সভায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললেই কেবল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা করা সম্ভব। এজন্য সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে হবে। তাদের বোঝাতে হবে কেন সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি।’

করোনা সংক্রমণ ঠেকাতে যার যার ঘরে অবস্থান নেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বের হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। মানুষের ওপর কঠোর হয়ে নয়, বরং তাকে সঠিক বিষয়টি অনুধাবন করানোর মাধ্যমে এটি কার্যকর করতে হবে।’

করোনার কারণে কার্যত লকডাউন পরিস্থিতির মধ্যে মানুষের জীবনযাপন স্বাভাবিক রাখার বিষয়টি তুলে ধরে ডা. মুরাদ হাসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অসহায়-দরিদ্র মানুষের জন্য তার ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এর বাইরে আমাদেরও সাধ্যমতো ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ত্রাণের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে দরিদ্র মানুষের তালিকা করে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিতে হবে।’

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে দুর্যোগ মোকাবিলা ব্যাংক হিসাবে নিজ তহবিল থেকে পাঁচ লাখ টাকার অনুদান তুলে দেন। পাশাপাশি স্থানীয় প্রত্যেক জনপ্রতিনিধি, স্বচ্ছল ও সামর্থ্যবান মানুষকে এই তহবিলে অর্থ অনুদান দেওয়ার জন্য আহ্বান জানান।

সংসদ সদস্য বলেন, ‘সরিষাবাড়ির একটি মানুষও না খেয়ে যেন না থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নিজেদের জীবনবাজি রেখে জনগণের পাশে থাকতে হবে।’

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে জনগণকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাবেন। মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায়।’

এ সময় তিনি গত ১৮ মার্চ থেকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী নিয়ে জনগণের পাশে আছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।    

(ঢাকাটাইমস/ ৫ এপ্রিল/ এইচএফ )