ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন সাংসদ ইসরাফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ২০:৩১

কর্মহীন ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। নিজে ভালো থাকার পাশাপাশি তার সংসদীয় এলাকার মানুষকে ভালো রাখতে চান এই সংসদ সদস্য।

ইসরাফিল আলম জানান, বর্তমান করোনাভাইরাসের এই প্রকোপে সবাইকে সতর্ক ও নিরাপদ থাকতে হবে। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে ঘরে থাকতে হবে। নাগরিকদের ঘরে রাখতে কর্মহীন হয়ে পড়া এবং দরিদ্র মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া জরুরি।

সাংসদ বলেন, ‘আমি ভালো আছি সেই সাথে এলাকার মানুষকেও ভালো রাখার জন্য অক্লান্ত ও পরিশ্রম করে যাচ্ছি। সবাইকে ঘরে থাকার কথা বলছি আমরা। কারণ, অজ্ঞাত-অচিহ্নিত ও অদৃশ্য শক্তি করোনার বিরুদ্ধে যুদ্ধ করেছি। পুরো পৃথিবীরই একই অবস্থা। কারণ, নভেল করোনার বিরুদ্ধে শুধু সচতেনতাই পারে তা রুখে দিতে। করোনা আতঙ্কে ঘরে বসে থাকা কর্মহীন অসহায় হতদরদ্রি, গরিব মানুষেরা, নিম্ন আয়ের মানুষদের এবং যাদের ঘরে প্রকৃত খাদ্য সংকট আছে এমন ব্যক্তিদের হটলাইনে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে সাত দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।’

এরইমধ্যে ১৩ হাজার পরিবারের কাছে এক সপ্তাহের খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে জানিয়ে ইসরাফিল আলম বলেন, ‘খাদ্য সামগ্রী নিয়ে অভুক্তদের বাড়ি বাড়ি নিজেই যাচ্ছি। গত সাত দিনে আমার নিজস্ব তহবলি থেকে আত্রাই-রাণীনগরে প্রায় ১৩ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানো হয়েছে। আমি নিজে পৌঁছে দিচ্ছি, সেই সাথে আমার কর্মীরা মানবিক সহায়তা গাড়ি দিয়ে পৌঁছে দিচ্ছে।’

পরিস্থিত স্বাভাবিক হওয়া পর্যন্ত তার এই ব্যক্তিগত কার্যক্রম চলবে বলে জানান সাংসদ ইসরাফিল আলম। বলেন, ‘যতদিন নভেল করোনার পরিস্থিতি স্থিতিশীল না হয়, ততদিন আমার ব্যক্তিগত এই র্কমসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি।’

চারবারের সাংসদ হওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের সম্পর্কে পরিপূর্ণ ধারণা রয়েছে তার। ফলে নিজেই দরিদ্র ও সমস্যাগ্রস্তদের তালিকা তৈরি করেছেন। পাশাপাশি হটলাইনের তালিকা নিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি।

সরকারি দলের এই সাংসদ বলেন, ‘আমি আত্রাই-রানীনগরের চারবারের এমপি। প্রত্যকেটি পরিবারের হাঁড়ির খবরই যদি না রাখতে পারতাম, এক সময়ের রক্তাক্ত জনপদে শান্তি ফিরিয়ে টানা চতুর্থবারের মতো এমপি হতে পারতাম না। এজন্য আসি আমি নিজে তালিকা করেছি। সেই সাথে হটলাইনের পাশাপাশি প্রায় কিছু নেতৃবৃন্দের মাধ্যমে গোপনে ও প্রকাশ্যে গরিব ও অসহায়দরে তালিকা করেছি। বিভিন্ন যানবাহনের মাধ্যমে তালিকা অনুযায়ী খাদ্যসামগ্রী পৌঁছে যাচ্ছে তাদরে ঘরে। মহাসংকটে খাদ্য পেয়ে গরিব মানুষগুলো বেজায় খুশি।’

সরকারের মাধ্যমে উপজেলাবাসী সহায়তা পাচ্ছে জানিয়ে এমপি ইসরাফিল আলম বলেন, ‘দুঃখী মানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশে সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজলো নির্বাহী কর্মর্কতা মহোদয়ের মাধ্যমে এবং অন্যান্য সরকারি মাধ্যমে ব্যাপক খাদ্য সহায়তা দিচ্ছেন। সরকার করোনা পরিস্থিতি মোকাবলোয় বিজিএফ, বিজিডি, ১০টাকা কেজি চাল ও বিশেষ খাদ্য সহায়তা দিতে যে ব্যাপক ব্যবস্থা নিয়েছে তার সঠিক বাস্তবায়ন হলে কোনো মানুষই অভুক্ত থাকবে না। নির্বাচনের সময় যেভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছি ঠিক সেইভাবেই আমার নেতৃত্বে খাদ্য সামগ্রী অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দেব।’

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :