ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই দিলেন মাদানী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ২০:৫৩

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের সুরক্ষার জন্য পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টসহ (পিপিই) কিট, সার্জিক্যাল মাস্ক ও গ্লাভস দিলেন ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিন মাদানী। রবিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলামের হাতে ২৫টি পিপিই ও অন্যান্য সামগ্রী তুলে দেন স্থানীয় এ সাংসদ।

এসময় করোনা পরিস্থিতির এ দুর্যোগে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে প্রতিটি রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য ডাক্তারদের প্রতি আহ্বান জানান তিনি।

এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজ নিয়ে তাদের মাস্ক পড়িয়ে দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, সাংবাদিক রফিকুল ইসলাম শামীম, হুমায়ুন কবীর, মোস্তাফিজুর রহমান নোমান, মোহাম্মদ সেলিম, জোবায়ের হোসেন, মতিউর রহমান সেলিম, হুমায়ুন কবীর ও স্বাস্ব্য কমপ্লেক্সের ডাক্তাররা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৫এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :