যশোরে জোড়া শিশুর জন্ম

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ২১:০৮

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরের চৌগাছায় বুক জোড়ালাগা জমজ মেয়ে শিশুর জন্ম দিয়েছেন এক নারী। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের উজ্জ্বল হোসেনে স্ত্রী।
মা ও জমজ শিশু দুটি সুস্থ আছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তবে সংশ্লিষ্ট চিকিৎসক বলেছেন, শিশু দুটিকে আলাদা করার কোনো উপায় নেই।
শুক্রবার যশোর জেনারেল হাসপাতালের সামনে অসীম ডায়গনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়ালাগা এই কন্যা যুগল। তবে শিশু দুটির মাথা, হাত ও পা আলাদা।
জমজ শিশুকন্যার বাবা উজ্জ্বল হোসেন জানান, ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক জানিয়েছেন, শিশু দুটিকে অপারেশন করে আলাদা করার কোনো উপায় নেই। এভাবেই তাদের থাকতে হবে।
উজ্জ্বল আরো জানান, শাপলা নামে তাদের দশ বছরের আরো একটি মেয়ে আছে। সে হাকিমপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

শিশুকন্যা দুটির মা খুরশিদা জানান, যমজ শিশু কন্যা দুটি নিয়ে তিনি এখন বাপের বাড়ি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মসিয়ূরনগর গ্রামে অবস্থান করছেন। তাদের দেখতে এলাকার উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছেন।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/কেএম)