জামালপুরে যুবকের করোনা শনাক্ত, ১০ বাড়ি লকডাউন

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ২১:৫২

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের মেলান্দহে এক যুবকের  শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এতে আশেপাশের ১০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ২৬ বছর বয়সী ওই যুবক ঢাকাফেরত বলে জানা গেছে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন জানান, ২৬ বছর বয়সী ওই যুবক ২৬ মার্চ জ্বর, সর্দি, ঠান্ডা ও গলা ব্যথা নিয়ে ঢাকা থেকে মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে আসেন। আসার পরে স্বাস্থ্য বিভাগ শনিবার তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে নমুনা সংগ্রহের রিপোর্টে করোনা ধরা পড়ে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

এ ঘটনায় আক্রান্তের বাড়ির আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

আক্রান্ত ওই যুবক ঢাকার একটি প্লস্টিক কারখানায় কর্মরত ছিলেন বলে জানা যায়।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এলএ)