কামরাঙ্গীরচরে ৩৩৫০ পরিবারে সাংসদ কামরুলের ত্রাণ বিতরণ

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ২২:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কামরাঙ্গীরচরে অসহায়দের মাঝে ঢাকা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. কামরুল ইসলামের পক্ষ থেকে ৩৩৫০টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে এ ত্রাণ দেয়া হয়।

এদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের পাঁচটি স্পটে ৩৩৫০টি দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়।

এর মধ্যে বড়গ্রাম ব্যাটারীঘাট পঞ্চায়েত ৮৫০টি পরিবার, মধ্য রসূলপুর পঞ্চায়েত ৬০০টি পরিবার, রনি মার্কেট কাচাঁবাজার ব্যবসায়ী সমিতি ৫০০টি পরিবার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিরাজ তালুকদারের নেতৃত্বে এক হাজার পরিবার, ইউনিট আওয়ামী লীগ নেতা জাবেদ নেতৃত্বে ৪০০টি পরিবারে ত্রাণ দেয়া হয়।

এই ত্রাণ বিতরণ কার্যক্রমে সাংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার ও সাংসদের ব্যক্তিগত সহকারী মো. ইকবাল হোসেন।

ঢাকাটাইমস/০৫ এপ্রিল/এএ/ইএস