দোকান খোলা রাখায় ঠাকুরগাঁওয়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ২২:৫৫

সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা সাড়ে ৭টার পর দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত সাতজন ব্যবসায়ীকে জরিমানা করেছে। রবিবার রাত ৮টার পর ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন ঠাকুরগাঁও পৌরসভার রোড এলাকায় এবং সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজার, মাদারগঞ্জ বাজার, আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ি বাজারে অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে প্রাথমিক পর্যায়ে সাত হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব কঠোরভাবে নিশ্চিত করতে রবিবার থেকে সন্ধ্যা সাড়ে ৭টার পর শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া অন্য দোকানপাট খোলা রাখা যাবে না। এই নির্দেশনা জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম শনিবার বিকালে জারি করেন।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, এখন পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় একজন রোগীও করোনায় আক্রান্ত হয়নি। এ জেলার মানুষ সামাজিক দূরত্ব মেনে চলে নিজ নিজ বাসায় অবস্থান করলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে করোনামুক্ত থাকবে বলে আমরা মনে করি।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :