বগুড়ায় দুস্থদের পাশে ছাত্র অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ২৩:৫১

দেশে করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছে। এসব মানুষের সাহায্য এগিয়ে এসেছে ছাত্র অধিকার পরিষদ।

রবিরার সংগঠনটির বগুড়া জেলা শাখা শহরের নামাজগড় এলাকায় ৫৩টি পরিবারকে খাবারসামগ্রী দিয়েছে। এসব খাবারসামগ্রীর মধ্যে ছিল- ৩ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি তেল, ২ কেজি আলু, আধা কেজি লবণ।

সংগঠনটির বগুড়া জেলা শাখার আহবায়ক মোহাম্মদ রাকিব বলেন, করোনা প্রাদুর্ভাব শুরু হলে আমরা শহরের বিভিন্ন এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণ করেছিলাম। এবার খেটে খাওয়া পরিবারগুলোর মাঝে খাবারসামগ্রী নিয়ে দাঁড়িয়েছি।

উপস্থিত দিনমজুর সালেহ মোল্লা বলেন, ‘গতকাল থেকে ঘরে খাবার নেই। তাই না খেয়ে আছিলাম। কাম খুঁজতে আসছি। বেন (সকাল) ৮টায় আইছি, বেলা ১০টা হলো এখনও কেউ কামে ডাকল না। ভাইরা ত্রাণ দিল ২ দিন চলবার পারমু। দিশেহারা হয়ে গেছনু (গেছিলাম)।’

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তারেক রহমান জানান, আমরা খুব দ্রুত বড় পরিসরে ত্রাণ বিতরণের কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি। সারাদেশের ৫০টি জেলায় এই ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে সকল কমিটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ২১টি জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট নয়জনের মৃত্যু হলো। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জন আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে।

(ঢাকাটাইমস/০৫/এসএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :