আয়ুর্বেদেই কি প্রিন্স চার্লসের করোনা মুক্তি?

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ১১:২৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রিন্স চার্লস। তবে আক্রান্তের খবর দেয়ার এক সপ্তাহের মধ্যেই তার সুস্থ হওয়ার খবর জানায় তার অফিস ক্লেরেন্স হাউস। তারপরই দাবি ওঠে যে আয়ুর্বেদে চিকিৎসায় সেরে উঠেচেন চার্লস।

তবে এই দাবি ওঠার পর ক্লেরেন্স হাউস জানিয়েছে, প্রিন্স অব ওয়েলস এর সুস্থ হওয়ার পিছনে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক কোনো চিকিৎসা করা হয়েছিল বলে যে দাবি করা হয়েছে তা মিথ্যা।

ক্লেরেন্স হাউজের মুখপাত্র জানিয়েছেন, প্রিন্সের আয়ুর্বেদ চিকিৎসার তথ্য একেবারে ভুল। প্রিন্স অব ওয়েলস ইউকের এনএইচএস এর পরামর্শ মতো চিকিৎসা করিয়েছেন, এছাড়া আর কিছু করানো হয়নি।

উল্লেখ্য, আয়ুর্বেদ চিকিৎসার বরাবরই সমর্থক প্রিন্স চার্লস। এর আগে লন্ডনের বিজ্ঞান যাদুঘরে আয়ুর্বেদ সেন্টার উদ্বোধনেও ছিলেন তিনি।

ঢাকা টাইমস/০৬এপ্রিল/একে