তরতাজা থাকতে তরমুজ খান

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ১১:৩৪

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
রোদের তেজ দিন দিন বেড়েই চলেছে। এ সময় ঘেমে ক্লান্ত হয়ে যাওয়া শরীরকে চাঙ্গা রাখতে ফলের কোনো জুড়ি নেই। বিশেষত গুণের বিচারে তরমুজ পিছনে ফেলে দেবে আর পাঁচটা মৌসুমী ফলকে। বাজারে এখন তরমুজের ভরা মৌসুম।
 
পুষ্টি বিজ্ঞানীরা জানিয়েছেন, তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। রয়েছে লাইকোপিন নামে এক ধরনের লাল উপাদান। ত্বকের ঔজ্জল্য ধরে রাখত যেমন ভিটামিন এ-র ভূমিকা অনন্য, তেমনই লাইকোপিন আপনার হাড়ের বয়স রুখবে।
 
এক বেসরকারি হাসপাতালে কর্মরত পুষ্টিবিদ রাহাত শিকদার বলেন, ‘ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দি-জ্বরে কাবু হন অনেকেই। ডায়েটে তরমুজ তাদের বাড়তি শক্তি জোগাবে। কারণ তরমুজের মূল উপাদান ভিটামিন সি। ১০০ গ্রাম তরমুজে ৮.১ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। তা ছাড়া তরমুজে প্রায় ৯৪ শতাংশ পানি থাকে। যা শরীরের পানির ঘাটতিও দূর করবে।’
 
তবে এ সব সাধারণ গু‌ণাগুনের ফিরিস্তিকে পেছনে ফেলে দিয়েছে সাম্প্রতিক একটি গবেষণা। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। ওই বিশ্ববিদ্যালয়ের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ইমপ্রুভমেন্ট সেন্টারের অধিকর্তা ভিনু পটেল ও তার সহযোগীরা মিলে দীর্ঘ দিন গবেষণা চালিয়েছেন বিষয়টি নিয়ে।
 
সেই গবেষণা থেকেই উঠে এসেছে তরমুজ সিট্রুলিন নামক অ্যামাইনো অ্যাসিডের স্বাভাবিক উৎস। এই সিট্রুলিনের মধ্যেই রয়েছে বিশেষ ক্ষমতা, যা রক্ত সঞ্চালনের ক্ষমতা বাড়ায়। রক্তনালীর কর্মক্ষমতাও বাড়ায়।
 
স্বাদে বৈচিত্র্য আনতে চাইলে নানাভাবে তরমুজের শরবত বানিয়ে খেতে পারেন।
 
(ঢাকাটাইমস/৬এপ্রিল/এজেড)