নওগাঁয় ৮ কোটি টাকার প্রত্নতত্ব নিদর্শন উদ্ধার

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ১৩:২৭ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০, ১৩:৪২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর পত্নীতলার নজিপুর পুরাতন বাজার এলাকা থেকে একটি প্রত্নতত্ব নিদর্শন ‘বেল মাটাল’ উদ্ধার করেছে র‌্যাব-৫। রবিবার দুপুরে জয়পুরহাট র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে এই অভিযান চালানো হয়। জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। এ সময় মৃত হরিহর চেীধুরীর ছেলে গৌর চৌধুরী (৩৪) ও খলিলুর রহমানের ছেলে সোহেলের (২৫) কাছ থেকে ১৮ শতকের একটি সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য আট কোটি টাকা। 

পরে উদ্ধার করা বেল মেটালটি পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও নওগাঁ প্রত্নতত্ব বিভাগের আঞ্চলিক সহকারী পরিচালক সাইদ ইনাম তানভিরুল কাছে হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/কেএম)