জয়পুরহাটে আরও ছয়জনের নমুনা সংগ্রহ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৪:৪৪

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে জয়পুরহাটে আরও ছয়জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এর আগে পাঁচ উপজেলা থেকে সন্দেহজনক উপসর্গ থাকা দশ জনের নমুনা সংগ্রহ করে শনিবার তা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোট ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর পাঁচবিবির ও কালাই উপজেলার চারজন করে এবং ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার দুইজন করে রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সদর উপজেলার তিনজনের মধ্যে একজন আছেন বাড়িতে। অন্য দুজনের নমুনা হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়। অন্য সবার নমুনা বাড়ি থেকে সংগ্রহ করা হয়।

সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা বলেন, ‘স্বাস্থ্য বিভাগ বিভিন্ন স্থানে গিয়ে নমুনা সংগ্রহ করছে। যে সমস্ত বাড়িতে লালপতাকা রয়েছে তাদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ পর্যন্ত ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে সন্দেহভাজন সবার নমুনা সংগ্রহ করা হবে।’

অন্য এক প্রশ্নে তিনি বলেন, জয়পুরহাটে এখন পর্যন্ত কোনো বাড়ি লকডাউন করা হয়নি। জেলার করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে আইসোলেশনে থাকা তিনজনসহ ৮৪ জন আছেন হোম কোয়ারেন্টাইনে । জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইনে থেকেছেন ৩৫৭ জন। কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে ২৭৩ জনকে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :