করোনা নিয়ে দুই ধরনের তথ্যে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৫:৩৭ | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৫:১৮

করোনায় মৃত্যু ও আক্রান্ত নিয়ে দুই ধরনের তথ্য দিল দেশের স্বাস্থ্য বিভাগ। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে বললেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ২৯ জন।

স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে গণমাধ্যমের এই সংবাদ যখন সারাদেশে ছড়িয়ে পড়েছে, তখন দুপুরের নিয়মিত প্রেস ব্রিফ্রিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানালেন, দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। নতুন শনাক্ত হয়েছেন ৩৫ জন।

কয়েকঘণ্টার ব্যবধানে স্বাস্থ্যবিভাগের দুটি নির্ভরযোগ্য সূত্রের দুই ধরনের তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠেছে, কোনটি সঠিক? গণমাধ্যমকর্মীরাও মন্ত্রী এবং আইইডিসিআর পরিচালকের মধ্যকার তথ্যের সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি সামনে এনে প্রশ্ন করা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে। তিনি বললেন, ‘সারাদেশে আমাদের ল্যাবরেটরি সম্প্রসারণ করা হয়েছে। পরীক্ষা চলছে। আপনাদের সঙ্গে মিলিতো হওয়ার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য ছিল, সেই তথ্যই আপনাদের দিয়েছি। মন্ত্রী মহোদয় যখন কথা বলেছেন, তখন এখন থেকে অন্তত একঘণ্টা বা দেড়ঘণ্টা আগে। সেই সময় আমাদের হাতে যেসব তথ্য ছিল দিয়েছি। মন্ত্রী মহোদয় আলাদা কোনো ব্রিফিং করেন নাই।’

মৃতের সংখ্যা নিয়ে গড়মিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মৃতের সংখ্যাটা সম্পর্কে বলি। আসলে নাম নিয়ে সমস্যা হয়েছিল। পরে দেখা গেল যে দুটো নাম, নামের বানানে একটা সমস্যা ছিল। শব্দ একটা কম ছিল। তখন তারা মনে করেছিল এটা বোধ হয় দুটো। এখন ভেরিফাই করে দেখা গেল, তিনজনের মৃত্যু হয়েছে। চারজনের হয় নাই।’

স্বাস্থ্যমন্ত্রী আলাদা কোনো সংবাদ সম্মেলন করেননি উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘উনি তখন একটা বক্তৃতা দিয়েছেন। একটা ক্লোজড মিটিংয়ে বক্তৃতা দিয়েছেন। যেকোনো কারণেই হোক ওখানে গণমাধ্যমের প্রতিনিধি ছিলেন। এবং সেই কারণেই ওটা সেখান থেকে প্রচারিত হচ্ছে। কিন্তু এখন আমরা যে তথ্যটা বলছি, এটি সর্বশেষ তথ্য। যাচাই-বাছাই শেষে এই তথ্যটা আমাদের কাছে এসেছে। এটা নিয়ে আর কোনো বিভ্রান্তির সুযোগ নেই এটাই সর্বশেষ তথ্য।’

সর্বশেষ তথ্য বলছে, এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২৩ জন। মারা গেছেন মোট ১২ জন।

এর আগেও রবিবার অনলাইন প্রেসবিফ্রিংয়ের সময়ও আইইডিসিআর এবং স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যের মধ্যে গড়মিল দেখা দেয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হয়।

(ঢাকাটাইমস/ ৬ এপ্রিল/ এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :