‘আমরা কাজ না করলে পরিবার না খেয়ে থাকে’

শামীম কাদির, জয়পুরহাট
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৫:২০

‘বেঁচে থাকার তাগিদেই ঘর থেকে বের হতে বাধ্য হই। আমরা কাজ না করলে পরিবার না খেয়ে থাকে। কোনো সাহায্যও মেলেনি যে দুদিন ঘরে বসে খাব।’

সোমবার সকাল ৮টায় করোনার এ ভয়াবহ সময়ে প্রশাসনের কড়া নজরদারির মধ্যেও শহরে আগমনের কথা জানতে চাইলে জয়পুরহাট শহরের বাটার মোড়ের দোকানগুলোর সামনে কাজের সন্ধানে অপেক্ষারত নির্মাণ শ্রমিকরা এসব কথা বলেন।

তারা জানান, করোনার এ পরিস্থিতিতে কোনো দিন কাজ মিলছে, কোনো দিন মিলছে না। তারপরও কাজের সন্ধানে এখানে এসে প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ভিড় জমান। এ জন্য মাঝে মধ্যেই পুলিশের তাড়াও ভাগ্যে জুটে তাদের।

জয়পুরহাট পৌরসভার বাগিচাপাড়া মহল্লার ষাটোর্ধ শ্রমিক ওমর আলী জানান, ছয় সদস্যের পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রাজমিস্ত্রীর কাজ করেই সংসার চলে তার। তাই বাধ্য হয়ে প্রতিদিনই কাজের সন্ধান করতে হয়। এছাড়া এখন পর্যন্ত কোনো সহযোগিতাও পান নি বলে অভিযোগ তার।

পাঁচুর চক মন্ডলপাড়া থেকে আসা রাজমিস্ত্রী আজাদ রহমান বলেন, ‘শুনেছি ত্রাণ দেওয়া হবে, কিন্তু আমরাতো পাচ্ছি না।’

জেলার ধলাহার ইউনিয়নের বিষ্ণপুর গ্রাম থেকে আসা নারী শ্রমিক কুলসুম বেওয়া বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর শ্রমিকের কাজ করে সন্তানদের নিয়ে কোন রকমে বেঁচে আছি। এখন সবদিন কাজ পাই না। কাজ না পেলে চলব কি করে। চেয়ারম্যান মেম্বাররা ত্রাণ দিচ্ছেন তাদের পছন্দের মানুষদের। তাদের তালিকায় আমার নাম নেই।’

একই অভিযোগ কাজের সন্ধানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অন্যান্য শ্রমিকদেরও।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতার পাশাপাশি খাদ্য সহায়তা কার্যক্রম চলছে। চেষ্টা করছি, এ দুর্যোগে সকল কর্মহীন দরিদ্রদের খাদ্য সহায়তা দেওয়ার।’

দেশের এই বিপদ মুহূর্তে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঢাকাটাইমস/০৬এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :