ঘরে সহজেই তৈরি করুন মাস্ক

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ১৫:২৭

ঢাকা টাইমস ডেস্ক

করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। করোনা থেকে বাঁচতে ঘরবন্দি বিশ্বের বেশিরভাগ মানুষ। এমন অবস্থায় ঘরে থেকে প্রয়োজনে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এমন জরুরি দিনে মাস্কের অপ্রতুলতা দেখা দিয়েছে এছাড়া দাম ও মানের দিক দিয়ে ভালো মাস্ক অমিল।

এমন অবস্থায় নিজের এবং পরিবারের সদস্যদের মাস্ক খুব সহজে তৈরি করতে পারেন ঘরে বসেই।

আপনি প্রয়োজনে অল্প সময়ের জন্য বাইরে যাচ্ছেন। আপনার সার্জিক্যাল মাস্ক বা এন৯৫ মাস্কের প্রয়োজন নেই। ওগুলো স্বাস্থ্যকর্মীদের জন্য রেখে দিন। কারণ তারা সারাদিন করোনা রোগীদের নিয়েই কাজ করছেন। আপনার আপাতত এমন একটি মাস্ক হলেই যথেষ্ট যেটি মুখ ঢাকতে সাহায্য করে।

একজনের জন্য অবশ্যই দুটি মাস্ক রাখুন। যাতে করে বাইরে থেকে এসে আপনার পরা মাস্কটি ধুয়ে দিতে পারেন এবং সেসময়ে প্রয়োজনে আরেকটি মাস্ক ব্যবহার করতে পারেন।

ঘরে থাকা পুরোনো টি-শার্ট বা পুরোনো ওড়না বা যেকোনো ধরনের কাপড় নিন। সেটি পরিমাণ মতো কেটে দুই চারপাশে সেলাই দিয়ে নিন। এবং লম্বা দুই পাশে রাবার বা ফিতা জাতীয় কিছু ঢুকিয়ে সেলাই করুন। এছাড়া তিন পদ্ধতিতে খুব সহজে ঘরে মাস্ক তৈরি করতে পারেন। নিচের ছবিতে সেটি দেখে নিতে পারেন-

ঢাকা টাইমস/০৬এপ্রিল/একে