পুঁজিবাজার বন্ধ থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ১৫:৪৫

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস

করোনাভাইরাস ঠেকাতে সরকার ঘোষিত ছুটির সঙ্গে মিলিয়ে তৃতীয় দফায় আরও ৩দিন অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল রবিবার সরকার নতুন করে ১২, ১৩ এবং ১৪ এপ্রিল ছুটি ঘোষণা করায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনেদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ এর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি এর সঙ্গে যুক্ত হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের সাথে সংগতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ১৪ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ডিএসইর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তারিক কাজ বন্ধ থাকবে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ঢাকা অফিসের প্রধান গোলাম ফারুক ১৪ এপ্রিল পর্যন্ত সিএসইর সকল কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। ছুটি শেষে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ১০টা। আর লেনলেন শেষ হবে দুপুর দেড়টায়।

ঢাকা টাইমস/০৬এপ্রিল/আরএ/ডিএম