ব্রাহ্মণবাড়িয়ার সরকারি নির্দেশ না মানায় নয় দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৬:৩৪

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস প্রতিরোধে আভিযান চালিয়ে নয় দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সরকারি নির্দেশ অমান্য করায় জেলার নির্বাহী হাকিম কিশোর কুমার দাস এ জরিমানা করেন।

তিনি জানান, সেনাবাহিনীদের সঙ্গে নিয়ে শহরের নিউমার্কেটে অভিযান চালানোর সময় এসব দোকানিকে জরিমানা করা হয়।

তিনি আরো জানান, করোনা সংক্রমণ রোধে সরকার নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ রাখতে বলেছে। অথচ অপ্রয়োজনীয় জিনিসপত্রের এসব দোকান খোলা রাখা হয়েছে। তাই এসব দোকানকে জরিমানা করা হয়েছে।

এদিকে জেলার বিভিন্ন পয়েন্টে টহল ও মাইকিং করে জনসচেতনতায় প্রচারণা চালাচ্ছে সেনাবাহিনীরা।

ঢাকাটাইমস/০৬এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :