১৮ এপ্রিল বসছে সংসদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৮:৫০

সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনা পরিস্থিতির অবনতির মধ্যেও বসছে জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। আগামী ১৮ এপ্রিল বিকাল ৫টায় বসবে এই অধিবেশন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে সোমবার এই অধিবেশন আহ্বান করেছেন।

তবে এই অধিবেশন দুই-একদিন চলতে পারে বলে জানা গেছে। এর আগে মুজিব বর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হওয়া যাবে না। চলতি একাদশ সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে।

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে সংসদের এই অধিবেশন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অধিবেশন চালানোর আলোচনাও চলছে। তবে এই অধিবেশন দুই-একদিন চলতে পারে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :