করোনা প্রতিরোধী ‘ফেস শিল্ড’ বানাচ্ছে অ্যাপল

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ১৯:০৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

করোনার দিনে প্রতিদিন সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীরা। এবার তাদের সুরক্ষা দিতে এগিয়ে এলো অ্যাপল। চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীদের জন্য ভাইরাসরোধক বিশেষ ‘ফেস শিল্ড’ তৈরি করতে চলেছে প্রতিষ্ঠানটি।

রবিবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বার্হী কর্মকর্তা টিম কুক টুইট করে জানিয়েছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে যে সমস্ত চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীরা লড়াই চালাচ্ছেন, তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে এক বিশেষ ধরনের ‘ফেস শিল্ড’ তৈরি করেছে সংস্থা। 

তিনি জানান, এই মুহূর্তে পরিস্থিতি আর চাহিদা অনুযায়ী অত্যাবশ্যকীয় সরঞ্জামের জোগান দিতে যতটা সম্ভব সাহায্য করবে অ্যাপল।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির বেশ কয়েকটি হাসপাতালে এই ‘ফেস শিল্ড’ সরবরাহ করা হয়েছে অ্যাপলের পক্ষ থেকে।

টিম কুক জানান, প্রতি সপ্তাহে ১০ লক্ষেরও বেশি ‘ফেস শিল্ড’ তৈরি করবে সংস্থা। মার্কিন স্বাস্থ্যকর্মীদের ‘ফেস শিল্ড’ পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পর বিশ্বের অন্যান্য দেশগুলোও এগুলো চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে। করোনা সংক্রমণ রুখতে এ পর্যন্ত প্রায় ২ কোটি ফেস মাস্কের জোগান দিয়েছে অ্যাপল।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এজেড)