প্রধানমন্ত্রীর করোনা তহবিলে বিচারপতিদের অনুদান

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ১৯:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান।

রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই টাকার চেক জমা দেন।

সাইফুর রহমান তিনি বলেন, ‘রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য যান প্রধান বিচারপতি। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা মোকাবিলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সকল বিচারপতিদের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।’

এর আগে, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অধস্তন আদালতের কর্মরত-কর্মচারীরা একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেয়া হবে বলে জানান সংগঠনের সভাপতি শাহ মো. মামুন ও সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার।

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর তহবিলে বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী গ্রুপ ও ব্যক্তি অর্থ জমা দিয়েছে।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এআইএম/জেবি)