আদালতেও বাড়ল ছুটি

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ১৯:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগসহ দেশের সব অধস্তন আদালতের ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল নববর্ষের সরকারি ছুটিও এর সঙ্গে যোগ হবে।

সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির ধারাবাহিকতায় দেশের আদালতেও এ ছুটি ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়ালে আদালতেও তা বাড়ানো হয়।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এআইএম/জেবি)