সিংড়ায় করোনায় আক্রান্ত সন্দেহভাজন ছয়জনের পরিবার লকডাউন

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৯:৫৪

নাটোরের সিংড়ায় ছয়জনকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাদের পরিবার লকডাউন করা হয়েছে। সেইসঙ্গে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি জানান।

তিনি জানান, ওই ছয় ব্যক্তি ঢাকা ও নারায়নগঞ্জে গার্মেন্টস ও রিকশা চালানোর কাজে নিয়োজিত। তারা করোনা আক্রান্তের কিছু উপসর্গ নিয়ে উপজেলার চামারী ও হাতিয়ান্দহ ইউনিয়নের মহিষমারী, বাহাদুরপুর ও নারায়ণপুরে নিজ নিজ গ্রামে ফেরেন। এরপর ইউনিয়ন পরিষদ থেকে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হলে তাদের বাড়ির চারদিকে বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দিয়ে স্থানীয়ভাবে লকডাউন করা হয়।

ওই ছয় পরিবারে অন্তত ২১ জন সদস্য রয়েছে বলে জানান ৫ নম্বর চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম।

ঢাকাটাইমস/০৬এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :