চট্টগ্রাম আইসোলেশনে থাকা মুক্তিযোদ্ধার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ২০:০৩

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা সন্দেহে আইসোলশেনে থাকা এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। মৃত মুক্তিযোদ্ধার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার।

হাসপাতাল সূত্র জানা যায়, শ্বাসকষ্ট নিয়ে গত রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বিআইটিআইডিতে চিকিৎসা নিতে যান। সোমবার ভোরে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা সন্দেহজনক মনে হলে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়া বলেন, শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বিদেশফেরত নন। তার পরিবারে কেউ বিদেশ ফেরত নেই। তিনি বিদেশফেরত কারো সংস্পর্শেও আসেননি। করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি-না জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :