করোনায় আইইউবিএটি'র ভিন্নধর্মী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ২০:২৫

মহামারির রূপ নিয়েছে করোনাভাইরাস। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বেড়েছে সাধারণ ছুটি। তবে দেশের এই ক্রান্তিলগ্নে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি)। আইইউবিএটি'র ফ্যাকাল্টি অফিসার্স এবং স্টাফ প্রত্যেকেই একদিনের বেতন দান করছেন।

আইইউবিএটির উপ-পরিচালক (জনসংযোগ) মো. আল আমীন সিকদার শিহাবের পাঠানো সংবাদ বিজ্ঞিপ্তিতে বলা হয়, মানবতার কাজে সর্বদাই আইইউবিএটি পরিবার নিবেদিত। এই সংকটকালে দেশের জন্য কিছু করতে পারায় ফ্যাকাল্টি, অফিসার্স স্টাফগণ গর্বিত।

শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে বেসরকারি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে ২০ বিঘা জমিতে স্থায়ী ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে আইইউবিএটি ঢাকার মধ্যে একমাত্র গ্রিন ক্যাম্পাস এবং ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‌্যাংকিং-২০১৯ অনুযায়ী বিশ্বের ৮৫টি দেশের ৭৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ২৪১তম।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/টিএটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :