ত্রাণ নিয়ে মাঠে-ঘাটে ছুটছেন দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ২০:২৮

করোনাভাইরাসের প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় বেড়েছে অঘোষিত লকডাউনের মেয়াদও। এই পরিস্থিতি স্বাভাবিক হবে কবে তা এখনই বলা যাচ্ছে না। এই অবস্থায় বিপদে পড়েছেন খেটে-খাওয়া ও শ্রমজীবী মানুষেরা। সংকটাপন্ন সেই মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। তাদের জন্য ত্রাণ নিয়ে ছুটে বেড়াচ্ছেন মাঠে-ঘাটে।

সাধারণ ছুটি ঘোষণার পর থেকে তার নির্বাচনী এলাকার তিনটি উপজেলা শিবালয়, ঘিওর ও দৌলতপুরের কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন এই সাংসদ। খাবারের প্যাকেট নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে যাচ্ছেন মানুষের ঘরে ঘরে।

নিজের এই উদ্যোগ সম্পর্কে দুর্জয় বলেন, ‘একজন ক্রিকেট যোদ্ধা হয়ে জাতির এই সংকটকালে ঘরে বসে থাকতে পারি না। বিবেকের তাড়নায় করোনার প্রভাবে কর্মহীন হওয়া অভুক্ত মানুষের জন্য খাদ্য সহায়তা তুলে দেওয়া হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’

বিসিবির এই পরিচালক ব্যক্তিগত তহবিল থেকে এখন পর্যন্ত ১০ হাজার অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। তার এই কাজে সহযোগিতা করছেন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কাজটি অনেক বড় চ্যালেঞ্জের জানিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ক্রিকেটের জন্য যেমন অক্লান্ত ঘাম ঝরিয়ে সফলতা পেয়েছি, তেমনি জাতির এই দুর্যোগে দুস্থ-গরিব মানুষের মুখে দু মুঠো খাবার তুলে দেওয়া এখন বড় চ্যালেঞ্জ।’

ত্রাণের জন্য অহেতুক কেউ যেন অস্থির না হন, সে বিষয়টিতে জোর দিয়ে তিনি বলেন, ‘অহেতুক ত্রাণের জন্য কেউ বাইরে ছোটাছুটি করবেন না। ব্যক্তিগত সহায়তার পাশাপাশি সরকারের খাদ্য সহায়তা, স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাদের সমন্বয়ে আপনাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।’

মহামারি করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই সাংসদ। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সবাইকে নিরাপদে ঘরেই অবস্থান করতে বলেন।

(ঢাকটাইমস/০৬এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :