বিএসএমএমইউ’র ফিভার ক্লিনিকে একদিনে চিকিৎসা নিলেন ৯৩ জন

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ২১:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৯৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

আজ সোমবার এসব রোগীরা চিকিৎসাসেবা নেন।

এরমধ্যে ২৮ জন রোগীর করোনাভাইরাস টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে আজ পর্যন্ত ৯৫ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিএসএমএমইউ জানায়, পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হচ্ছে। করোনাভাইরাস ল্যাবরেটরিতে বিভিন্ন হাসপাতাল বা প্রতিষ্ঠান থেকে পাঠানো নমুনা সমূহও পরীক্ষা করা হচ্ছে। এছাড়া বিএসএমএমইউয়ের বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, জরুরি বিভাগসমূহে চিকিৎসাসেবা প্রদান, হেল্প লাইনে চিকিৎসাসেবা দানের পাশাপাশি বিএসএমএমইউয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত “বিশেষজ্ঞ হেলথ লাইন” সেবাও অব্যাহত রয়েছে।

এছাড়াও বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিলন হলের এক্সটেশনে রেসিডেন্ট চিকিৎসকরা করোনাভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্য ফেস শিল্ড  তৈরির কাজ অব্যাহত রেখেছেন।

ঢাকাটাইমস/০৬ এপ্রিল/এএ/ইএস