চীনের মেডিকেল উপকরণ পেল ঢাকা ওয়াসা

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ২১:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চীন থেকে প্রতিরক্ষামূলক মেডিকেল উপকরণের প্রথম চালান এসে ঢাকা ওয়াসায় পৌঁছেছে। প্রথম চালানে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, গ্রাভস, থার্মমিটার আনা হয়েছে।

সোমবার ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ের চতুর্থ তলার বুড়িগঙ্গা হলে ওয়াসার ‘দাশেরকান্দি পয়ঃ শোধনাগার প্রকল্প’ কাজের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হাইড্রো চায়না করপোরেশন’ ঢাকা ওয়াসাকে এসব প্রতিরক্ষামূলক মেডিকেল উপকরণ হস্তান্তর করে।

আগামী দুই থেকে চার দিনের মধ্যে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এর দ্বিতীয় চালানটি এসে পৌঁছনোর কথা রয়েছে বলে জানিয়েছে ওয়াসা।

বর্তমানে এই সংকটময় পরিস্থিতিতে আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক মেডিকেল উপকরণ দেয়ার জন্য অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম চায়না সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় অন্যদের মধ্যে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান, হাইড্রো চায়না করপোরেশন প্রজেক্ট ম্যানাজার জাং চেনবো, জিইএস পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল এর বাংলাদেশি প্রতিনিধি জু জিয়াও ইয়ন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/কারই/জেবি)