উরসের অর্থে দুস্থদের পাশে সেহাবিয়া দরবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ২১:৪৯

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অঘোষিত লকডাউনের কারণে বার্ষিক উরস বাতিল করেছে সেয়াবিয়া দরবার শরিফ। উরসের টাকা দিয়ে কর্মহীন হয়ে পড়া ও দরিদ্র ছয় শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দরবারটি।

তাদের মতে, এটি দেশের অন্যান্য দরবারের জন্য অনুসরণীয় হতে পারে। দরবারটির পরিচালক সোহেল রানার (আল কাদেরী আল চিশতি) নেতৃত্বে কার্যক্রমটি পরিচালিত হয়।

দরবারের পক্ষ থেকে জানানো হয়, ৬ এপ্রিল শাহ সূফি আবু জাফর মোহাম্মদ সিহাবউদ্দিন খালেদী আল কাদরি আল চিশতী (র.) এর নবম উরস হওয়ার কথা ছিল। দেশের করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জনসমাগত এড়াতে তা বাতিল করা হয়। সিদ্ধান্ত হয়, উরসের পরিবর্তে সে অর্থ দিয়ে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

দরবার সংশ্লিষ্ট মেহেদী হাসান ঢাকা টাইমসকে জানান, সোমবার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ছয় শতাধিক কর্মহীন মানুষকে খাদ্যসামগী দেয়া হয়েছে। বলেন, ‘খাদ্যসামগ্রী দেয়ার আগে আমরা আশপাশের এলাকায় কর্মহীন হয়ে পড়াদের একটি তালিকা করি। সে তালিকা অনুযায়ী যার যার বাসায় গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসা হয়েছে।‘

খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রে মধ্যবিত্তদের দিকে বাড়তি নজর দেয়া হয়েছে। আর এ কার্যক্রম দেশের অন্যান্য দরবারের জন্য অনুসরণীয় হতে পারে বলে মনে করেন মেহেদী হাসান। বলেন, ‘মধ্যবিত্তরা কারো কাছে চাইতে পারে না। তাই আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি, মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে খাবারগুলো পৌঁছে দেয়ার। আমরা কোনো ছবি তুলিনি। কোনো ভিডিও করিনি। আমরা প্রচারণা চাচ্ছি না। মানবিক কারণে এটি আমাদের দায়িত্ব আমরা সেটি পালন করেছি। আমরা চাই অন্যান্য দরবার শরিফও এটা করুক।’

(ঢাকাটাইমস/০৬মার্চ/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :